টিক টিক টিক ছুটছে ঘড়ি
সারা দিবস রাতে,
ঘড়ি সেতো একলা ঘোরে
কেউ ঘোরেনা সাথে।
ঘুরতে ঘুরতে থেমে যাওয়ার
জো নেই-কো মোটে,
একটুখানি দম দিলেই
আবার জোরে ছোটে।
দুঃখ কিম্বা সুখের দিনে
ঘড়ির একই গতি,
সুখের সময় চললে ধীরে
কি-হয় তাতে ক্ষতি।
সময় সেতো ভীষণ দামি
যায়না তাকে কেনা,
কে আপন কে যে পর
সময়েই যায় চেনা।
ঘড়ি চলে নিজের মনে
কার কথা সে ভাবে,
আট ঘণ্টা ঘুরলে ঘড়ি
দু -মুঠো ভাত পাবে।
মধ্য-রাতে জীবন যতই
বিকোক অল্প দামে,
রামে বামে যুদ্ধ হলেও
ঘড়ি কি আর থামে!
পিছন ফিরে আমরা দেখি
ভাসাই জলে বক্ষ,
ঘড়ি তবু ঘুরেই চলে
আগামী তার লক্ষ্য,
বিঃ দ্রঃ - কাল রাতে আমার ৬ বছরের মেয়ে
হঠাৎ বলল ঘড়ি একলা ঘোরে, সেই কথার সুত্র ধরে লিখলাম।