নতুন বৌ এসেছে ঘরে, বৌমা আমার লক্ষ্মী।
এমনিতে সে খুবই ভালো একটু খাওয়ার ঝক্কি।
মুসুর ডাল সে খায়না মোটে মাংস নেয়না পাতে।
এসব খেলে দিন রাত্তির ভোগেন গিঁটে বাতে।
সুগার -সেটা তিনশ হবে মিষ্টি খাওয়া মানা।
খাওয়ার মধ্যে দুবেলা খায় দেড় দুশ গ্রাম ছানা।
সকাল বেলায় শশা খায় লম্বা লম্বা কেটে।
দুপুরবেলা শশা আহার গোল কেটে দিই প্লেটে।
রাত্রি বেলাও শশাই চিবোয় ডুমো ডুমো কাটা।
ওষুধও খায় দুবার করে দিনের মধ্যে ছ-টা।
শুধু শুধুই উঠছে ফুলে থাইরয়েড এ ভুগে।
এসব এখন সবার থাকে কল্কি রাজের যুগে।
গলার আওয়াজ কেউ পায়না হার্টের ব্যামো কিনা।
লিভারটাকে সুস্থ রাখতে সিদ্ধ খানাপিনা।
তবুও ছাদে তিষ্ঠায় না একটিও কাক পক্ষী।
কপাল দোষে আমি চেঁচাই বৌমা আমার লক্ষ্মী।