এই যে মেয়ে?
দেখনা চেয়ে;
তোর জন্যে বসে।
আয়না কাছে
হৃদয় নাচে;
তোকে পাবার আশে।
ডাগর কালো?
তাই কি হোল!
তুই যে কৃষ্ণকলি।
বাঁধন টুটুক।
বসন লূটুক।
আয়রে লজ্জা ভুলি।
বৃষ্টি থামলে,
আঁধার নামলে।
আসিস ঘরে তুই।
রাত্রি ভোর,
মাখাব আদর।
ফুটবে দেহে জুঁই।