মোদের শহর কলকাতা সবার তরেই কোল পাতা।
নাক ডাকিয়ে ঘুমায় রাতে ,দিনে মাছের ঝোল খাতা।
ভিক্টোরিয়ায় জোড়ায় জোড়ায় আর নিকোপার্কে দোল খাতা।
চায়ের কাপে ঝড় উঠে কাজের সময় লাপতা।
উড়াল পুল পড়ছে ভেঙে মরছে মানুষ ডেঙ্গুতে।
নোট বাতিলের লাইন ঠেলে জী এস টি দেয় মিষ্টিতে।
তবুও তাদের ফুরসত নেই ঠাকুর দেখায় বৃষ্টিতে।
বিশ্বে মোদের স্থান হয়েছে রবি ঠাকুরের সৃষ্টিতে।
টিকিট পেতে মিলন মেলায় ভিড় জমেছে ফুটবলে।
বুড়ো-বুড়ি খুন হয়ে যায় চোরের হাতে বহুতলে।
শহর জুড়ে হোরডিং ঝোলে বিশ্বসেরার স্থান পেলে।
সেই নারীই ধর্ষিতা হয় ওলা ক্যাবে নয় হোস্টেলে।
বোকা বাক্সে তর্জা চলে গরমা গরম আটটা তে।
আমার শহর তিলোত্তমা যায়না হাঁটা ফুটপাথে।
তবুও মোরা দিব্যি আছি ভয় পাইনা মৃত্যুতে।
লন্ডন নয় প্যারিস নয় কলকাতা থাক কলকাতাতে।