উড়িয়ে দেব ভাবছি যত নিছক অভিমান।
ভাববো না আর তোমায় নিয়ে,
তোমার স্মৃতি যাক না ধুয়ে।
মনখারাপি কবিতা গুলো করুক বৃষ্টি স্নান।
থাকব না আর অপেক্ষাতে তোমার জন্য আমি।
ব্যস্ত তুমি ভীষণ নাকি!
শুধই মেকি শুধুই ফাঁকি।
কবিতা গুলো বিকিয়ে দেব হোকনা যতই দামী।
একপেশে প্রেম, বসন্তেও তাই ফোটেনি ফুল।
ভাবনা গুলো তোমায় ঘিরে,
বটের ছায়ায় নদীর পাড়ে।
মনখারাপি কবিতা গুলো হারিয়ে ফেলুক কূল।
ঘুড়ির মত উড়িয়ে দেব তোমায় লেখা কাব্য
না পড়া সব কবিতা যত,
বাড়ায় শুধু মনের ক্ষত।
একলা ঘরে নিজের মত গল্প নিয়ে ভাববো।