তোমায় নিয়ে সারাদিন শুধু ভাবব,
আকাশ পাতাল কত কিছু কে জানে?
তোমার চোখের গভিরতা কিশে মাপবো !
তোমার ঠোঁটের লিপস্টিক মন টানে ।
তোমার কপালে ছোট্ট একটা টিপ,
সাজটা তোমার একেবারে সাদামাটা ।
আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ,
তোমার সাথে অনেকটা পথ হাঁটা ।
তোমার চুলে যায়নাতো ফুল গোঁজা,
বিলি কেটে দিই অনেক দিনের সাধ ।
চুলটা সরিয়ে হাত দিই পিঠে, গালে
জ্যোৎস্না রাতে মিলে যাক দুটো হাত
তোমার হারের লকেট টা যদি হই ?
সারাক্ষন মাথা রাখি তোর বুকে ।
হৃদয়ে কেমন দোলা দেয় তুমি জানো ?
তোমার এমন অদ্ভুত মিষ্টি লুক এ ।
গয়না হয়ে জড়িয়ে থাকতে দেবে ?
শাড়ীর আঁচল কোমরে নেবে গুঁজে ।
তোমার পুরনো চেহারা যতই হোক ,
আমি ঠিক সৌন্দর্য নেব খুঁজে ।
আমার তো আবার দুষ্টু হওয়া বারণ ,
নাহলে তোমার নাভিতে দিতাম হামি ।
গাল দুটো কে আগলে নিয়ে হাতে ,
সারাটা দিন শুধু করতাম পাগলামি ।
তাঁতের শাড়ি ছোট্ট একটা টিপে
কি মায়াময় লাগছে তোমায় জানো ?
ঘুরে ফিরে শুধু দেখছি তোমার ছবি
এতো অপরূপ যায়না চোখ সরানো ।
তোমার চুলের যেখানে হয়েছে ভাঁজ ,
হৃদয় সেখানে চাইছে চুমো আঁকতে ।
তোমার ঝোলা কানের দুলের শব্দ,
সারাটা দিন চাইছে হৃদয়ে বাজতে ।