নাহয় খাঁচাটা কেটে বেড়িয়ে এলে।
কুয়াশায় ঘেরা অচেনা , আধো চেনা মুখ গুলো
ফেলে এলে গভীর খাদে।
না হয় শক্ত বালিশ হলো , খট্খটে রোদে
ঘামে ভেজা শাড়িটার মত আমায় জড়িয়ে থাকলে।
নাহয় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে দেখলেনা
জীবনের দুঃখের বাইস্কোপ।
তার চেয়ে ঢের ভালো
হাতে হাত রেখে বৈশাখী দ্বাদশীর
রাতে জলটুঙ্গিতে বসব দুজন,
জোনাকির রহস্যময়ী আলোর মায়ায় ,
ঝিঁঝিঁর এসরাজ শুনে শুনে কেটে যাবে সারারাত।
চলে এসো ময়ূরাক্ষী,, আবার শীত এসেছে
এই শিশিরেই ধুয়ে এসো প্রেমহীন উপন্যাসের পাতা।
আমার সবটুকু উষ্ণতা ঘিরে থাকুক তোমায় শীতের চাদরের মত।
চলে এসো ময়ূরাক্ষী, উঠে এসো রাত বিছানা থেকে
ওখানে শুধুই মেকি সহবাস, তোমার রোমকূপে
জাগায় না নৈসর্গিক আবেদন।