কোন কাঁটাতারের বেড়া নেই,
নেই কোন লোহার গরাদ তবু অতন্দ্র প্রহরায়
একটুকরো আগুন আর দুটো মৃত জীবের দেহ নির্মিত অলঙ্কার।
হিমেল হাওয়ার শিরশিরানি উস্কে দেয় মনে জমে থাকা ভালোবাসা।
না , বিবাহিত জীবনে কলহ থাকতেই হবে এমন নয়, তবু প্রেম আসে।
এমন শীতে বা খুব গরমে একলা দুপুরে
যখন মাথার ঘাম বুকে পরে, কিম্বা মন খারাপের মুহূর্তে।
আবার হারিয়ে যায় কোন তেপান্তরে।
ছাই চাপা পরে অদৃশ্য বেড়ি, লজ্জা, আর সমাজের ভয়ে।