কেই বা আমার নামটা জানে
আমায় চেনে কজন লোকে!
দু এক লাইন কি লিখেছি,
মাতাল হয়ে নেশার ঝোঁকে।
সই-টা আমার সাদামাটাই
হয়নি আজও অটোগ্রাফ।
বুক পকেটে নীরব থাকে
বন্ধ করা পেনের খাপ।
কাব্যগ্রন্থ কাকে বলে
কি জানি সে কত মোটা?
কয়েক পাতায় যায় ফুরিয়ে
আমার লেখা লাইন কটা।
আমার লেখা তুমিই পড়ো
কাব্য আমার তোমায় ঘিরে।
না হয় আমি কাচ ই হলাম
উজ্বল সব হীরের ভিড়ে।