তুকে আইজ বড় মনে পইড়ছ্যে রে কলমি ।
মোর বিটি , গাঁ , খ্যাত, বুঢ়া অশথ গাছ টো
বড় মনে পইড়ছ্যে রে ।
সাত সকালে উঠে মু খ্যাতে যেতম আর তু
পান্তা লিয়ে আইসতিস যখন সুজ্জি ঠাকুর
থাইকত মাথার উপর ।
পান্তা ভাত সাথে একটুকরা প্যাজ আর লঙ্কা
কত আমোদ করে খেতম , আর তুর সাথে
বকবকায়ে বিষম খায়ে একসা হতম ।
সে বছর যখন খরা লাইগল ; কুথাও জল নাই।
খ্যাত ফুটিফাটা হইয়ে গেলক , পুখুরে জল নাই,
আকাশে জল নাই তখন তুকে ছাইরে মু শহরে
আসলম কামের লাগ্যে ।
শহর অনেক বড় জায়গা রে কলমি , ইখানে কেউ
কাকে চিনে নাই । অনেক দোরে কপাল ঠুকে
এক ভাল বাবুর বাড়ি কাম পেলম বটে ।
ইখানে সবাই কেবল ছুইটছ্যে কারো ফুরসত নাই ।
বাবুর আট বছরের বিটি টাও এ ম্যাস্টর সে ম্যাস্টর
লাচ, গান , আঁকা আরও কত কিছুর জইন্য খালি ছুইটছ্যে ।
মোর বিটি ট কে ইশকুলে পাঠাইছিস কলমি উ তো
অনেক বড় হইয়েন গেল বটে ।
কি জানি তু কেমন আছিস , মাতব্বর রা লিসচয় রেতে
ঘরে টোকা দেয় ।
ইখানে সব আছে রে কলমি গরম ভাত , সবজি ,
মাছ আরও কত কি কিন্তক ফুরসত নাইরে কলমি ।
মু আর কিছু রোজগার করেই ঘরে ফিরব রে, তু
বিটি ট কে ইশকুলে পাঠাইস কিন্তক ।
মোর মনের কথা টো কাকে বইলব , কে শুনবেক ।
মোর মনের কথাটো শহরের হাজার হাজার ভেঁপুর
মাঝে হারায়েন গেছে রে কলমি ।
তুকে বড় মনে পইড়ছ্যে রে তু ভালো থাকিস কলমি ।