হুজুর যাহা বলিব সত্য বলিব , সত্য বই মিথ্যা বলিব না
আমার ‘হতচ্ছাড়া ‘ কবিতা টি মোটেও ভাল হয়নি।
প্রথম লাইনটিই দেখুন- তিনটে হলুদের প্যাকেট,
বরের টোপর , লাল চেলি।
তার পর কবিতা এগচ্ছে –গাছ কৌটো, এক জোড়া
চপ্পল, গন্ধ তেল, রাজু গেঞ্জি।
হলপ করে বলছি হুজুর আমার কোনও দোষ নেই।
আমার কবিতা যে শ্রেষ্ঠ কবিতার পুরষ্কার পাচ্ছে
তার সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু ঐ নামী পত্রিকার।
আমার মেয়ে হতচ্ছাড়া বানান টা ভুল লিখছিল
আমি ফর্দের ওপরে বানানটা লিখে শুধরে দিয়েছি মাত্র ।
কিন্তু আপনি বলবেন নীচে নিজের নামটা
বড় বড় করে কেন লিখলেন।
দিব্যি করে বলছি ধর্মাবতার ফর্দটা কার দোকানি
বুঝবেনা বলে...।
প্রশ্ন উঠবে পাশে জায়গা পাওয়া গেল না।
কি করব স্যার তাওতো বৌয়ের সব আবদার
লেখাই হয়নি।