তুমি নয় অন্য কেউ,
গোপন অপেক্ষায় অন্য কোনখানে।
শুধু এই কথাটুকু নোনতা আলপনা এঁকে দিল মুখে।

তারপর কত বিনিদ্র রাত কেটেছে অভিমানে,
কত নিমপেঁচা জানান দিয়েছে  ভোরের।
কত ভোর পুড়ে গেছে খাঁ খাঁ রোদে,
কত বিকেল বয়ে গেছে সন্ধ্যার ডাকে।

তুমি ভালো আছো ময়ূরাক্ষী?
জোনাকির কারুকাজ আঁচলে তোমার,
মুখে সাফল্যের নতুন ভোর।

আমি অমাবস্যার আঁধারেই থাকি,
ঝি ঝি ডেকে যাক, উড়ে যাক নিমপেঁচা,
তুমি থাকো জলছবি হয়ে শূন্য হৃদয়ে আমার।