চিক চিক বালুচর বালুচর চিক চিক
ঝিক মিক জোছনায় জোছনায় ঝিক মিক।
খিল খিল হাসে্ নদী নদী হাসে্ খিল খিল
ঝিল মিল করে তারা তারা করে ঝিল মিল।
ভেসে যায় কূলে কূলে চলে তরী দুলে দুলে
চলে তরী দুলে দুলে ভেসে যায় কূলে কূলে।
বায়ু ব্য় ঝির ঝির পাতা কাঁপে তির তির
পাতা কাঁপে তির তির বায়ু ব্য় ঝির ঝির।
মন করে ধুকপুক দুরু দুরু করে বুক
দুরু দুরু করে বুক মন করে ধুকপুক।
চুপ চুপ দিই ডুব দেখে দেখে এত রূপ
দেখে দেখে এত রূপ চুপ চুপ দিই ডুব।
মন মোর ভেসে যায় কোন দূর দেশে যায়
কোন দূর দেশে যায় মন মোর ভেসে যায়।
কবি রহমান মুজিব ও কবি সমীর প্রামাণিক এর কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে লেখার চেষ্টা করলাম।