এবার না হয় ঝড় উঠুক।
আর কত দিন সইতে হবে?
মুখটা বুজে রইতে হবে?
অসংখ্য লাশ বইতে হবে?
বোবা মুখে একটু কথা ফুটুক!
এবার না হয় ঝড় উঠুক।
এবার না হয় ঝড় উঠুক।
ন্যায় দণ্ড যাচ্ছে ঝুঁকে!
মন্ত্রীরা সব ভীষণ সুখে।
দোষীর সাজা স্বর্গলোকে।
পা-গুলো সব ন্যায়ের পথে চলুক।
এবার না হয় ঝড় উঠুক।
এবার না হয় ঝড় উঠুক।
আসিফা আর মরবে কত?
লাজে মাথা হচ্ছে নত!
বুকের মধ্যে হাজার ক্ষত;
ব্জ্রানলে আপন পাঁজর জ্বলুক।
এবার না হয় ঝড় উঠুক।