না হয় কিছুটা সময় এই দুঃসময়ের
থেকে কেড়ে নিয়ে আমায় দিলে।
মনখারাপের মুহূর্ত থেকে ছুঁড়ে ফেলা কিছুটা সময়
চাও তো দিতে পারো, আমি তাও নেব।
আমি তোমার প্রিয়জন নই,নই প্রয়োজনও,
তবু শাড়ীর ভাঁজে আটকে থাকা, কিছুটা
আটপৌরে সময় আমার জন্য রেখে দিও।
আঙুলের একটা ছোঁয়ায় তোমার হাসিতে
ভরে দিতে পারো , অবসন্ন কবিতার খাতা।
নাহয় একটু বে-হিসেবি হলে,না হয় নষ্ট হল
হল কিছু অপচয়, তবু ফাঁকা রেখো।
আজ নয় এইটুকু থাক, এর বেশি যন্ত্রণা পড়বার
তোমার নেইকো সময়।