- অনন্ত গোস্বামী

তারপর তিন দশ তিন
বড় হতে আছে ঢের বাকি,
বুড়ো হতে আর  কটা দিন ।


না পাওয়ার লিস্ট গেছে বেড়ে ,
পৃথিবীর প্রতি রাগ হল বেশ,
আশা তবু  দিইনি তো  ছেড়ে ।


তারপর কোনও এক  রাতে,
নোনা ধরা দেওয়ালের গায়ে মহাদেব !
জিভটাকে পারা যায় সামলাতে ?
বর দেবে বলে  যেই তুলেছেন হাত,
কপালের ফের এরে কয়...
ভুতনাথ ভূমি পরে হল কুপোকাত ।


তারপর আসে ভোর, কাকেদের চ্যাঁচামেচি শুরু,
শুরু  হয় অফিসের তোড়জোড় ।


তারপর দশ টার বাস  মিস ,
মিস যারা ছিল আশেপাশে
গোটা দুই  নয় দশ বিশ,  
সেক্টর ফাইভের যাত্রী ।


সারাদিন সেই একঘেয়ে কাজ ।
অবশেষে ফের এলো রাত্রি ।