আবার যদি তোমায় পাই
আঁকব নতুন রং দিয়ে।
তোমার সাথে করব খেলা
দুটো রঙ্গিন মন নিয়ে।
সাদা কালো অনেক হোল
রঙিন জলে গ্লাস ভরে।
তোমায় রঙ্গিন করব এবার
আমার মনের মতন করে।
সাগর থেকে নীল মাখাবো
কামরাঙ্গা রং পরাবো শাড়ি
তোমার চোখে কাজল দিতে
মেঘের দেশে দেব পাড়ি।
মনটা তোমার করব অবুঝ
সবুজ নেব গাছ গাছলির।
স্বপ্ন উড়ান ডানা দেবো
ধার করে পাখ পাখালির।
ইমন কল্যাণ ধরতে গিয়ে
ভুল করে গাই বাগেশ্রী।
এমনি সবই ভুলতে পারি
যদি আবার আসো রাজশ্রী।