চলো ময়ূরাক্ষী ,
আমার হাত ধরে হেঁটে চলো ইচ্ছে গাঁও এর
সেই ঝরনার পাশে নির্জন নদীর পাড়ে ।
চলো নদীর জলে পা রেখে বসি , পায়ে পায়ে নুড়ি নিয়ে
খেলা করি হাতে হাতে বেঁধে রাখি কিছু টা সময়।
এসো তোমাকে সাথে নিয়ে ভাবনারা ছুটে যাক কোন এক
অজানা দেশে , তোমায় নিয়ে লিখে ফেলি এক আকাশ কবিতা ।
মাঝে মাঝে ঝর্না ও হিংসুটে হয়ে ওঠে তোমার রুপে
হয়ে ওঠে আত্মহারা আর ছুঁতে চায় তোমাকে ,
ঠিক তখনি তুমি আমার আড়াল খোঁজো ।
আমার তখন খুব কবিতা লিখতে ইচ্ছে করে ।
আমি লিখে দিই তোমার খোলা পিঠে, তোমার ঠোঁটে ,
তোমার মসৃণ গালে আরও কয়েক ছত্র প্রেমের কবিতা ।
চলো চলে যাই জয়ন্তীর জঙ্গলে ।
একরাশ সবুজের মাঝে তোমার চোখে মুখে লেগে থাক
গোধূলির রঙ ।
তুমি গেয়ে ওঠো ‘আমার বাঁধন ছাড়া প্রাণ’
আর ঠিক তখনি আমার তোমায় নিয়ে লিখতে ইচ্ছে করে ।
আর ও কত শত কবিতা শুধু তোমাকে নিয়েই ।
তুমি যাবে ?
একটা নয় তোমায় নিয়েই ভরিয়ে দিতে চাই আমার কবিতার খাতা।