তোমায় এত নিঠুর করেছে কঠোর পরিশ্রমে ,
তাইতো এতো আকাশ মেঘলা অভিমান জমে জমে ।
তাও যে আমায় গান শোনালে, সেও কি কম পাওয়া ।
তোমার গায়ে মাখিয়ে দিলাম বসন্তেরই হাওয়া ।
আমরা একটা তারে বাঁধা হাওয়ার সেতু মাঝে
কখন সেথায় ঝড় ওঠে বুঝতে পারি না –যে ?
আশায় থাকি মিষ্টি হাওয়া আদর দিয়ে যাবে ,
ঝঞ্ঝা আসে তুফান আসে আদর কোথায় পাবে?
তোমার আমার দুরত্ব টা আকাশবর্ষ দূরে ,
কিসের টানে ঘুচবে তফাৎ কোন সে গানের সুরে?
পথ চেয়ে রই পথটা কখন বাঁকবে আমার দিকে,
তখন এ মন রঙিন হবে হাজার গোলাপ ফিকে ।