বুবুনের বড় মেসো ওকালতি করতেন
হাইকোর্টে গিয়ে রোজ মক্কেল ধরতেন।
মনে প্যাঁচ জিলিপির সুচতুর দৃষ্টি,
খুললেই মুখ যেন মিছরির বৃষ্টি।
ফিরিঙ্গী কালীবাড়ি শনিবার সন্ধ্যা্য়,
ধুতি পড়ে পুজো দেন দু টাকার গুঁজিয়ায়।
টাক ভরা মাথা তাই সেলুনেতে যান না,
চুল কাটে কাজের লোক হরিপদ মান্না।
সৌখিন মেজাজ ভারি পোশাকের বাহারে
যুক্তিতে জুড়ি নেই কে হারায় তাহারে।
এক দিন পেয়ে গেলেন শাঁসালো এক মক্কেল,
সাতাশশো খুন করে ঘুরেছে যে বহু জেল।
কাগজ তৈরি করে কোর্টে গেল কেসটা,
দোষ নেই আসামীর যা করেছে কেষ্টা।
কত লোক বেঁচে আছে কাউকে তো মারেনি?
বেছে বেছে সাতাশশো একটাও ছাড়েনি।
আসলে মরন ওদের ছিল ওর হাতেতেই,
অপঘাতে মরেছে সব নিজেদের ভাগ্যেই।
মেসো এক দিয়েছেন অকাট্য যুক্তি
খুনের আসামী শেষে পেয়ে গেল মুক্তি।