যদি চলে যাবে রেখে যেও জমে থাকা ক্ষোভ।
নাহয় শ্রুতিমধুর হবে না;
দ্বিধা কেটে যাবে, শ্বাস নিতে হব আমি অরণ্যে ম্যানগ্রোভ।
যদি চলে যাবে অপমান করে যেও কোন ভাবে।
স্মৃতি থেকে মুছবেনা তবু;
অলীক স্বপ্ন খুঁজে ফেরা চঞ্চল হৃদয়ের গতি ধীর হবে।
যদি যেতে মন চায় চুপিসারে দিও নাকো ডুব।
জোর করে রাখবনা ধরে;
ঘ্যানঘ্যানে বন্ধুই জেনে রেখো মন থেকে ভালবাসে খুব।