ঘেঁটে ঘ
নামজাদা এক রেস্টুরেন্টে কজণ মিলে ঢুকে
বিরিয়ানি, মটন চাপ অর্ডার দিলাম সুখে।
খানিক বাদে খাবার এল তখন কী-আর জানি
ভাগাড়ের মাংসে তৈরি মটন বিরিয়ানি!
উঠছে ধোঁয়া ভীষণ রকম বিরিয়ানির প্লেটে
গোঁটা কতক সেলফি তুলে খেলাম চেটে পুঁটে।
চিকেন হটডগ কেমনে হল আজকে সেটা বুঝলাম
সারমেয়র মাংস খেয়ে চিকেন টাকে খুঁজলাম।
চাইনিজ টা আরও ভীষণ জেনেই আসছে বমি
ফ্রায়েডরাইসের প্রন গুলো সব গরুর পেটের কৃমি।
কুকুর, বিরাল, বরাহ, গরু সবিই পড়ল পেটে
জাত গেল না শরীর গেল যাচ্ছে কেমন ঘেঁটে।