বড় হাসি খুশি ছিল মেয়েটি।
যারা খুব বেশি হাসে তাদের মনে অনেক দুঃখ,
যন্ত্রণা চাপা থাকে সেটা সত্যি, প্রমাণিত হল।
তার হাসির মোড়কে এক একটা দুঃখের
উপন্যাস।
না নতুন কোন ঘটনা নয়, মদ্যপ স্বামীর হাতে
মাঝ রাতে নির্যাতিত হতে হয় অনেক মেয়েকেই।
সিগারেটের ছেঁকা, শাশুড়ির কটাক্ষ আজ আর নতুন কোন
গল্প নয়।
নিঃসঙ্গতার সঙ্গী সিলিং ফ্যান, সাদা বালিশ মুখ ফিরিয়ে
নিয়েছে। রবিঠাকুর ও ক্লান্ত হয়ে  পড়েছেন।  
চাঁদের আলোয় বুক টা ভরিয়ে নিয়ে রাতজাগা মেয়েটি
আবার প্রস্তুত হয়। ফুলস্লিভ ব্লাউজে লুকিয়ে রাখে গত রাতে
স্বামীর প্রেমময় স্পর্শ।
পোড়া ঘায়ে নোনতা ঘাম ঝরে পরে, হাসির পরতে পরতে
না পড়া উপন্যাসের পাতা গুলো ভিজে যায়।
প্রেম,ভালোবাসা,অভিমান আর সুখে ধুলো জমে জমে
তৈরি হয় ব্যাথার ফসিল।