চলে যাবো একদিন কবিতার খাতা ফেলে,
তারপর আর ফেরা হবেনা।
ফেরা হবে না এই মাঠে ঘাটে, কোপাই, খোয়াই এ
সার সার  সোনাঝুরির বনানী তে।  
চলে যাবো ঠিক, পায়ে পায়ে লাল মেঠো পথ ছেড়ে
ধোঁয়ার সাথে মিশে সুদূর ছায়াপথে।
আর হয়ত ফেরা হবেনা তোমাদের ভিড়ে।
ফিরে দেখা হবেনা তোমাদের মুখ, ভালোবাসা যেটুকু
দিয়েছ তাও ফিরিয়ে দেব কবিতার ছত্রে ছত্রে।
খুঁজে নিও মচমচে ডায়েরীর পাতায় পাতায়।
আর ফেরা হবেনা, তবু যদি সত্যি কবি ভাবো
আকাশের দিকে চেয়ে বোলো, ভালোবাসা নিও।
সেই ক্ষণে জানবে ছুঁয়েছ আমার হৃদয়।
তবু আর ফেরা হবেনা।