তোমার সাথে হাঁটার দিন গুলো
আবার মনে পরে যাচ্ছে,আধো আলোয় তুমি আর আমি
আর আমাদের ভালবাসা ।
আজ আবার তোমায় হাঁটতে হবে, তবে সাথে আমি নেই।
তবে তোমার পাশে আমি থাকবই চিরকাল।
তোমার কি আজ কিছু মনে পড়ল
যখন তুমি হাঁটছিলে লম্বা পথে হনহনিয়ে ।
আচ্ছা, তুমি তো কত বকবক করতে আর আমি
বেশি কথা বলতাম না বলে তোমার রাগ হত।
তারারা তো তখন অনেক দূরে, জ্যোৎস্নার আলোও
ছোঁয়নি তোমার তিল । আমার হাতটাও তোমার
বুকের ওপর নেই ।
তবু তোমায় হাঁটতে হবে অনেকটা পথ , আর আমিও
নিজেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টায় অবিরত হেঁটে চলেছি ।