উর্বশীর অভিশাপে বৃহন্নলা হয়ে
অর্জুন রা এই সমাজে আজও গেছে রয়ে ।
সৃষ্টি করে পূর্ণ দুজন অপূর্ণ এক দেহ
বৃহন্নলা নামটি পায় পায়না কারো স্নেহ ।
মানুষ তবু মানুষ হয়েও মানুষেরই ত্রাসে
ঠেলে দেয় সন্তান কে তার কোন অজ্ঞাতবাসে ।
শিশু যে জন্মনিল দোষ কি ছিল তার
দোষী যারা জন্মদিল তারাই পগাড় পার ।
প্রতিবন্ধি শিশু যদি সবই পারে পেতে
ওরা কেন বঞ্চিত ভাই ভালবাসা হতে ।
আস্তে আস্তে বড় হয় নিজেদেরই রাজ্যে
কিন্তু তারা এই সমাজে পায়না কোন স্থান যে ।
লজ্জা কেন সৃষ্টিনিয়ে নিজের যখন গড়া
থেকেও মা বাপ সন্তান হয় মাতৃপিতৃ হারা।
তোমরা নিজে মুক্তি পেলে ভুললে দায়ভার
কিন্তু যাকে জন্মদিলে মুক্তি কোথায় তার ।
ঘৃনা আর বঞ্চনা সঙ্গী যাদের নিত্য
অস্পৃশ্য ভাবছে যাদের অনেকরই চিত্ত ।
এক আকাশের নীচে থাকি তবুও পৃথক কেন
আকাশ যখন একটাই একই থাকি যেন ।