চোখ চলে যায় টিভির খাঁচায়
বাসের ভিড়ে,
পথের পাশে খোলা জানালায় ।
চোখ চলে যায় লম্বা চুলে
ঠোঁটের আগায়,
মনটা আমার উঠছে দুলে ।
চোখ চলে যায় চোখের তারায়
পড়তে তোমায়,
চাইছ নাকি শুধুই আমায় !
চোখ চলে যায় যখন দেখি
একলা তুমি,
হাত নাড়ালে ডাকছ নাকি ?
চোখ চলে যায় তোমার হাতে
গোলাপ ফুল !
১৪ তারিখ শীতের রাতে ।
চোখ চলে যায় খুঁজতে তোমায়
আবছা আলোয় ,
অল্প ঢাকা কাপড় জামায় ।
চোখ চলে যায় তোমার হাতে
হলুদ খামে,
অন্য ট্রামে নতুন পথে।