আমার আকাশ কালো মেঘে ঢাকা।
আমার আকাশ ধুসর।
আমার আকাশে ওঠেনা চাঁদ
আমার আকাশ ঊষর।
আমার আকাশে নেই কোন তারা।
আমার আকাশ হাসে না।
আমার আকাশ গোমড়া মুখো
সফেদ মেঘে ভাসেনা।
আমার আকাশ তবু তোমাকেই চায়
ধুমকেতু জানি তুমি।
আমার বক্ষ রেখেছি যে পেতে
কভু যদি যাও চুমি।