কত ঢেউ আসে!
কত শত ঢেউ বুকভরা কথা নিয়ে আছড়ে পরে বালুচরে।
ছোট ছোট কত ঢেউ ধরা দেব দেব করে ধরা দেয়না,  
ভাবনারা ঘিরে থাকে দুই নীলে মিশে থাকা চাঁদের মায়ায়।

তারপর শুধুই আক্ষেপ আর অপেক্ষার পোড়া রোদ
সাথী হয়ে থাকে যুগ যুগ ধরে।

কবি ঢেউ গোনে বালুচরে বসে এক দুই তিন।

চাঁদ ওঠে কবিতার খাতায় খাতায়।