ও মেয়ে তোর পুড়ল শরীর
মনটা তবু পোড়েনি
স্মৃতির পাতা ছেঁড়েনি
হৃদয় পোড়ার অনেক জ্বালা
তেমন জ্বালায় জ্বলিসনি।
ও মেয়ে তোর পুড়ল জীবন
মুখটা তবু পোড়েনি
অ্যাসিড তো কেউ ছোঁড়েনি
যায় না ধোয়া কলঙ্ক দাগ
এমন দাগ তো লাগেনি।
ও মেয়ে তোর পুড়ল কপাল
ভালবাসা তাও পোড়েনি
মমত্ব কেউ কাড়েনি
নিজে জ্বলে প্রেম বিলাতে
কোন পুরুষেই পারেনি।
ও মেয়ে তুই পুড়লি আবার
চিতার আগুন নেভেনি
দিনের সূর্য ডোবেনি
রাত পোহালে একই ছবি
তবু ভালবাসতে ভুলিসনি।