চুপ চুপ চুপকথা
চুপ থাকে সাগরের ঢেউ কি ?
চারিদিকে কলরোল
চুপ তবু থাকে কভু কেউ কি ?
টক টক ঠক ঠক
মুখে শুধু বড় বড় টক্কা ,
কে কবে খায় ঘি
কে কবে গিয়েছিল মদিনা কি মক্কা ।
সারাদিন বক বক
গরমেতে মুখে ফোটে খই কি ?
সকলেই জানে কত
পড়ে ফেলা আছে যত বই কি ?
গুজ গুজ ফিস ফিস
কানে কানে কত কথা হইল ।
বাড়ে জল পৃথিবীর
বেলা বয় কাছে আয় সই-লো ।
রাজা আছে প্রজা আছে
বাজারেতে আলু আর বেগুনের দর কি ?
সারাদিন কথা কত
বাসে হয় লাঞ্ছিতা ল্যাড়কি ।
হই হই রই রই
এই বুঝি পড়ে গেল সরকার !
যত কথা কথকথা
ভাবে কেউ ভাত কার দরকার ?
কত কথা বললাম
শেষে এসে ফাঁস হল চালাকি ।
মনে মোর হয় ভয়
তবু চেপে রাখা যায় জ্বালা কি ?
চুপ চুপ চুপকথা
থেমে গেল এই বুঝি প্রাণ টি ;
জানবেনা কেউ আর
কে লিখেছে এ কবিতার নাম কি ।