দৃশ্য কতই দৃষ্টিকটু দেখি চলতি ট্রামে, বাসে
তখন কেউ মুচকি হাসে কেউবা আবার একটু কাশে।
কেউবা আবার মিষ্টি মধুর না পাওয়ারই দুঃখে ভোগে,
কেউবা থাকেন সংযমেতে বাম দেবেরই দেখানো যোগে।
অনেকে আবার রাগেন ভীষণ কিন্তু মুখে মস্ত তালা,
কেউবা থাকেন আপন মনে হয়ে অন্ধ বোবা কালা।
কিন্তু আজ ঘটল যেটা সেটাও কি ঠিক বলুন দেখি?
তুলে নিয়ে আইন হাতে প্রবীণরা করল কাণ্ড একি!
যদি কেউ বলে দাদু তোমরা তখন কোথায় থাকো?
যখন নারী ধর্ষিতা হয় তখন শক্তি কোথায় রাখো?
তখন ঘরের জানলা বন্ধ, কিম্বা তাড়া অফিস যাওয়ার,
কিম্বা তখন আসে কমে চশমা দেওয়া চোখের পাওয়ার।
সারাক্ষণ কি বডি গার্ড নারী তোমার সঙ্গে পাবে!
নিজের রক্ষা করতে নারী দুর্গা তোমায় হতেই হবে।
বাঁচতে অন্য পরশ থেকে থাকনা তুমি বাহুপাশে,
তখন তুমি দুর্বল হও আলিঙ্গনটুকু পাওয়ার আশে।
একটু মনে ভেবে দেখুন প্রবীণ , নবীন দুইজনায়।
আজকে যেটা ঘটল সেটা কেমন করে এড়ানো যায়।