আমার রাতের স্বপন তুই
আমার মনের ভুবন তুই
তুইযে হৃদয় জুড়ে।
আমার আকাশ পাতাল তুই
আমায় করিস মাতাল তুই
চলনা বেড়াই ঘুরে।
মিষ্টি হাসির ফোয়ারা তোর
দুষ্টু চোখের চাউনি তোর
আর পারিনা সইতে।
মন মোহিনি চেহারা তোর
ঠোঁটের ওপর পাহারা তোর
ক্লান্ত কথা কইতে।
একটু নাহয় ডাকলি কাছে
আদর করে রাখলি কাছে
ছুঁয়ে হাতটা হাতে।
মাখনা রঙ আমার কাছে
আয়না একটু বুকের কাছে
তারায় ভরা রাতে।
জড়িয়ে তোকে ধরতে চাই
প্রানের সখা করতে চাই
আসবি কাছে তুই?
আলতো চুমো আঁকতে চাই
হৃদ মাঝারে রাখতে চাই
আয়না বন্ধু হই।