আটপৌরে একটা জীবন সকাল থেকে সন্ধ্যে,
ছুটছে কেবল ভাতের নেশায় মাতাল হওয়ার গন্ধে।
ছুট মেরেছে মনের খিদে কি জানে কোনখানে?
গীটার-টাতে জং ধরেছে তাল কেটেছে গানে।
ছুটছে সবাই অন্ধকারে যে পথ গেছে বেঁকে,
পথের হদিস পায়না খুঁজে পথ-যে মেঘে ঢেকে।
ছুটতে হবে জীবন পথে ছোটাই হল লক্ষ্য,
প্রান থাকতে নেইকো ছুটি দহন দানে মোক্ষ।
এতো ছোটা ছুটির মাঝে একটি কথা খাঁটি,
একটা ছাপ ফেলতে হবে ছাই হও কি মাটি।
মানুষ হয়েও জন্মে যদি এইটুকু না পারো!
মানুষ হওয়ার গর্ব তবে এই বেলাতে ছাড়ও।