বিয়াল্লিশ পুলওয়ামায় উনিশ ছিল উরিতে।
দ্রাস, কারগিল বলব কত?
রক্তে ভেজা পতাকা শত।
শহিদ বলেই আমরা চুপ।
বারুদ গন্ধ ঢাকবে ধুপ!
মায়ের আঁচল চোখের জল,
আর কতকাল মুছবে বল।
কাড়ল যারা বোনের রাখি,
সিঁথির সিদুর দাম দিল কি?
কেবল দিয়ে জাতের দোহাই।
করছে যারা মগজ ধোলাই,
তাদের আসল শাস্তি হোক।
সারজিক্যালের নয় চমক।
বুকের ওপর হাতটি ধরো।
সত্যিকারের শপথ করো
আর কোন প্রাণ না যায় যেন সন্ত্রাসীদের গুলিতে।