নারায়ণ পুজো সেরে ঘোষেদের গিন্নি,
লোভে পরে খেয়েনিলো চারগ্লাস সিন্নি।
তারপর ঘটল যা বলব কি ভাইরে!
আট ঘড়া জল খেয়ে পেট হল ঢাঁই রে।
ছুট ছুট চারিদিকে কোথাপাই ডাক্তার!
বিধুবাবু ছুটে এল ভারি হাতযশ তাঁর।
ক্ষ্যাপা বুড়ো জানে লোকে অদ্ভুত বদ্যি!
খাওয়ায় বরফ জল যদি হয় সর্দি।
পিলে রোগে বেঁধে রাখে চিলেকোঠা ছাদেতে।
নড়া দাঁত ফেলে দেয় হাতুড়ির ঘায়েতে।
বিষে বিষে বিষ ক্ষয় নয় কি তা সত্য?
বিধু খুড়ো তাই মেনে দেয় সব পথ্য।
আট ঘড়া জল খেয়ে পেট নিয়ে মস্ত
রেগে বলে কর কিছু সয় না যে কষ্ট।
বিধু বলে নিয়ে এস কেজি কয় ময়দা।
জল সব টেনে যাবে এমনি সে কায়দা।
ঠেসে ঠুসে পেটে তার কেজি দশ ভরতেই।
পেট খানি কমে গেল নিঃশ্বাস পড়তেই।
গিন্নীর সাড়া নেই বিধু হাসে মিট মিট।
হৃদরোগে মরেছে, পেটটা তো হল ঠিক।