চল চলে যাই

চল চলে যাই কলরব ছেড়ে
ভুবনডাঙার মেঠো পথ ধরে।
হাত ধরে যাই জোনাকির সাথে
তারায় ভরা জ্যোৎস্না রাতে।

চল চলে যাই

চল চলে যাই স্বপ্ন কুড়াই
দুঃখ গুলো হাওয়ায় ওড়াই।
খড়ের ছাউনি মাটির ঘরে
নিমফুল থাক দালান জুড়ে।


চল চলে যাই

চল চলে যাই ইচ্ছেগুলো জড়িয়ে ধরি
সারাটা দিন নদীর জলে কুড়াই নুড়ি।
ভাসব যেমন বাঁধন ছাড়া পালক ওড়ে
রাতটা কেবল কাটিয়ে দেব আদর করে।  

চল চলে যাই

চল চলে যাই তুই আর আমি শহর ছেড়ে
আকাশ বাতাস মুখর যেথায়  বাউল সুরে।
জীবন চলুক  জটিল যত অঙ্ক ভুলে
চল চলে যাই ব্জ্র কঠিন বাঁধন খুলে।