কবিদের মিলন উৎসব ও সাংস্কৃতিক আড্ডা ২০১৮ খুব ভাল হল। এরজন্য সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই এডমিন পল্লব ভাই কে যার আন্তরিক সহযোগিতা না পেলে হয়ত অনুষ্ঠান টি এত বড় মাপে করা যেত না। তার পর ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় সৌমেন দা ও তার সহযোগী কবি বৃন্দ দের যাদের উৎসাহে অনুষ্ঠান টি বাস্তবায়ন করা গেল।
হক সাহেব খূব ভালো আলোচনা করলেন ,যাদব দার আলোচনা ও খুব ভাল লাগল। আমারা শুধুমাত্র এই ওয়েবসাইটে লেখার সুত্রে সবাই সবাইকে চিনি মনে হল না মনে হল সবাই আমার আত্মীয় সকলের সাথে যেন আত্মিক যোগ রয়েছে। কবি অজিত কর, অরুপ গোস্বামী, পরিতোষ ভৌমিক, সানারুল মোমিন, সুমিত্র দত্ত রায়, তমাল ব্যানার্জি, পারমিতা ব্যানার্জি, দিলিপ চ্যাটার্জি ও আরও সকল কবিদের সাথে মিলিত হতে পেরে খুব ভাল লাগল।
কিন্তু সব থেকে যে বিষয়টি খারাপ লাগল সেটি হল কিছু কবিদের বোধের অভাব।
যারা আসবেন বলে সৌমেন দা কে জানিয়েছিলেন কিন্তু আসেন নি। কারো সমস্যা থাকতেই পারে, তিনি অনুপস্থিত হতেই পারেন কিন্তু তাদের অন্তত একদিন আগে জানিয়ে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। তাদের জন্য যে আর্থিক অপচয় হয়েছে সেটি বন্ধ করা যেত বা অন্য ভাল কাজে সেই অর্থ ব্যবহার করা যেত।
যাই হোক গত ২৮শে এপ্রিল ২০১৮ তারিখে যে সুন্দর অনুষ্ঠান টি হল সেটি যেন আমরা প্রতি বছর করতে পারি এটাই আমার কাঙ্খিত। সবাই , ভাল থাকবেন ও শুভেচ্ছা নেবেন।