ভদ্র হয়ে থাকা মানে দূরত্ব কি
ফুটেক দুই ?
ভদ্রতা কি চুলোয় যায় যদি তোমার
হাতটা ছুঁই ?
ভদ্র মানে শক্ত করে মনের কথা
লুকিয়ে রাখা ;
মনের কথা বললে খুলে ভদ্র হয়ে কি
যায়না থাকা ?
ভদ্র মানে তোমার শরীর শুধুই একটি
স্ট্যাচুর মত !
ভদ্র আমি থাকব-না কি দোলাই যদি
সাপের মত ।
ভদ্র মানে লুকিয়ে রাখা পিঠটা তোমার
এলো চুলে ।
ভদ্রতা কি যাবেই চলে চুল সরিয়ে
পিঠটা ছুঁলে ?
ভদ্র মানে ওড়না দিয়ে অঙ্গ শোভা
লুকিয়ে রাখা ।
ওড়না তোমার সরাই যদি ভদ্র হয়ে
যায়না থাকা ?
ভদ্র হয়ে থাকা মানে লিপস্টিক কি
মুছবে না ?
ঠোঁট টা দিয়ে ঠোঁট যদি ছুঁই ভদ্রতা কি
থাকবে না ?
ভদ্র যারা এই সমাজে অন্ধকারে
শরীর চায় ।
অভদ্র হয় সেই ছেলেরা পার্কে যারা
চুমো খায় ?
ভদ্র তারাই যারা পারে মিথ্যে দিয়ে
ঢাকতে মুখ ।
চাইনা এমন ভদ্র হতে অভদ্রতাই
আমার সুখ ।