নতুন বছর আর যাই হোক হয়না মোটেই টেঁকসই।
দেখতে পারো গুগল ঘেঁটে কিম্বা হাজার হিস্ট্রি বই।
একটি বছর আয়ু মোটে টানলেও আর বাড়েনা।
তাতেও সারা বিশ্ববাসী হই হুল্লোড় ছাড়েনা।
বেশি দিনের কথা তো নয় এইতো গেল আঠারো,
কটা দিন বেশি পেলে সেটা কি কেউ বলতে পারো?
উনিশ যদি এবার টেঁকে উইশ সেকেন্ড বা তার বেশি।
সেই প্রেমিক ও সফল হবেন যাদের প্রেম একপেসি।
মিলিয়ে নিও আমার কথা মিনিট কয়েক বেশি হলে।
পরশ পাথর না যদি পাও দিও আমার কান মলে।
কারোর গেছে মাছ মাংসে, কেউ ভুগেছে ফিস চুলায়।
আশা রাখো আসছে উনিশ সবার যেন দুঃখ ভোলায়।
স্টিফেন হকিন্স, নীরেন ,মৃণাল রইল মাথায় তাদের ঋণ।
আস্থা রেখে নতুন বর্ষে আলোর ফানুস উড়িয়ে দিন।