তোমরা যারা দূরের থেকে
দেখছ শুধু আমায়
আমার আমি ঢাকা আছি
রঙিন কাপড় জামায় ।
আসলে তো দাস-ই আমি
তোমার কিম্বা তার
আমার আমায় কেড়ে নিল
সকল সংসার ।
একটা আমি বাঁধা আছি
বিষম মায়ার জালে
আর এক আমি গাইলে গান
ভুল হয়ে যায় তালে ।
একটা আমি সবার দাস
বইতে আপন দেহ
একটা আমি দাস হতে চায়
যেথায় তোমার গেহ ।
তুমি প্রভু যা দিয়েছ
ভেদ করনি তাহে
অন্ধজ্ঞানে মানুষ সবই
আপন করে চাহে ।
সবাই জানে আমার বলে
রইবে নাতো কিছু
আমার আমার ভবের খেলায়
ছুটছে মায়ার পিছু ।
এই দেহটি মাটি হবে
কিম্বা হবে ছাই
আমার কিছু থাকবেনা আর
শেষের দিনে ভাই ।
এই কথাটি ঘুমায় মনে
কেউ তারে না জাগায়
সবাই মোরা মিথ্যে রাজা
রাজা সাজার খেলায় ।