এইতো সবে চাঁদ  ঘুমালো মেঘের চাদর গায় ।
আমার দু চোখ তাকিয়ে থাকে নূপুর পরা পায় ।
খোলা পিঠে  এলো চুলের ভীষণ বাড়াবাড়ি,
ঝুপুস করে বৃষ্টি এলো  তারার সাথে আড়ি ।
বৃষ্টি এলো নিভিয়ে আলো আমার নীরব সাথী,
তোমার গান শুনব বলে আকাশে কান পাতি।
তোমার কোলে রাখতে মাথা  ভোর বুঝি-বা হবে !
আমার আগেই তোমার গাল  রবির কিরন ছোঁবে।
তোমার হাতে রাখবো না হাত , ঠোঁটও নিষ্পর্শ ।
তোমার আমার মিলতে বাকি কয়েক আলোকবর্ষ।