সুন্দর এই শব্দটা তোমার খুব পরিচিত।
তুমি জানো তুমি সুন্দর, আমার কাছে
তাই নতুন শব্দ চেয়েছিলে।

তোমার রূপে সবাই মোহিত, তোমার
মুখ, তোমার অঙ্গশোভা দেখে সবাই
নির্বাক হয়। তাই তুমি  চেয়েছিলে
আমি তোমার মনটাকে ছুঁয়ে দেখি।

সবাই তোমার কথা শুনেছে, তোমার প্রাণোচ্ছল হাসি
আর মিষ্টি কথায় সবাই উদ্বেলিত হয়।
তাই তুমি আমায় কোন কথাই বলনি,
তুমি চেয়েছিলে তোমার মৌনতা আমায়
আনন্দে বিহ্বল করে তুলুক।

আমি তো্মার জন্য নতুন কোন শব্দ
খুঁজে পাইনি। সুন্দরের অনেক প্রতিশব্দ
এর আগেই তোমার জানা হয়ে গেছে, তাই
আমি তোমায় কবিতা শুনিয়ে ছিলাম আর
এইভাবেই সন্ধ্যা থেকে রাত হয়ে চুপিসারে
ডুবে ছিল চাঁদ ভোরের কিরণ ছুয়েছিল তোমার
অলক।