জানি না তুমি কেমন হবে ,
আমিতো দেখিনি তোমায় স্বপ্নেও কোনদিন ।
তবু জানি তোমার চোখে কেবল ই নিঃসঙ্গতার ছবি ফুটে ওঠে ।
তোমার ঠোঁটের কোনায় তিল টা অভিমান করে থাকে সারাদিন ।
তুমি আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছ নিজেকে , ভয় পাও এই বুঝি
বাঁধ ভেঙে প্রাণ খোলা হাসি ভাসিয়ে নিয়ে যায় তোমার
শিকল বাঁধা পৃথিবীটাকে ।
সারাদিন বয়ে যায় আঁচলের খুঁট গুঁজে , রুটিন মাফিক
জীবনের নদী ।
যে হাসিটা হাসলেও হতনা-কো ক্ষতি, যে হাত টা
বাড়ালে বন্ধুই পেতে । তবুও যত্ন করে
সিন্দুকে তালা দিয়ে রেখেছ অনভুতি যত ।
তবু কবির ভাবনারা চলে যায় মাঠ ঘাট ছেড়ে,
বনে বনান্তরে, মনের গভীরে তীব্র গতিতে ।
তোমার চোখের চাহনি, তোমার কানের দুল তোমার আলপনার মত ভ্রু
তুমি মোনালিসা হয়ে ওঠো, কখনও বা ক্লিওপেট্রা,
সেই না দেখা হাসি, সেই না বলা কথা ,
কবির হৃদয়ে করা নাড়ে।
তুমি আরও সুন্দরী হয়ে ওঠো, তোমার মুখে ফুটে জ্যোৎস্নার মায়া ,
তোমার হাসি তে লেগে থাকে ঝর্নার আবেশ ।
তার পর জন্ম নেয় অন্য আর এক ময়ূরাক্ষী ।