তোমার কাছে খোঁজ চেয়েছি সুখের।
হাঁটতে চেয়েছি অনেকখানি পথ,
হিসাব ফেলে সমস্ত ভুলচুকের।
সাকিন খুঁজি তোমার আঁচল ছায়ে
শিবির নয় একটি কুঁড়েঘরে,
ধর্ম শুধুই ঠেলছে ডাইনে বাঁয়ে।
মিষ্টি হাসির শুধুই গভীর মায়া।
স্বপ্নালু চোখ খুঁজছে অচিনপুর,
সামনে দেখি ধর্মের আলোছায়া।