কেষ্ট বাবু মিষ্টি হাসেন কিন্তু বেজায় খ্যাপা।
মধ্যরাতে ঘুমের ঘোরে খা্ন নারকেল ছাপা।
দিনের বেলায় চুপটি করে বসে ঘরের দাওয়ায়
লম্বা দাঁড়ি দুলিয়ে দেন খেয়াল খুশির হাওয়ায়।
চলাফেরাও নেহাত করেন কথাও বলেন কম।
ক্যালরি টা করলে খরচ ধরবে খিদের যম।
নিয়ম করে চপ কিম্বা সিঙ্গারা চাই পাতে।
একটা খেলে অম্বলেতে হয়না দু রাত খেতে।
এমনি করেই পন নিয়েছেন মিথ্যা হবে শাস্ত্র
মাথার ঘর্ম না ফেলে তার কাটবে জীবন মস্ত।