জানলাটা আধাআধি খোলা
হাওয়া ঢোকে, ঢোকে ধুলোবালি।
বুকভরে বিষ নেব বলে
ফুসফুস রেখেছি যে খালি।
আধাআধি জানালার ফাঁকে
জিনস টপ তন্বী তে আঁখি।
উত্তল লেন্সে পড়ে সব ধরা
মন শুধু দিয়ে যায় ফাঁকি।
আধখানা কাঁধখোলা ড্রেসে
তুমি যদি বসো পাশে হেসে
নির্ঘাত হারা যাবে প্রাণ
কাড়েনি যা নিপা ভাইরাসে।
আধা প্রেম ,আধফালি চাওয়া
ইচ্ছেরা পাখা মেলে ওড়ে।
একপেশে প্রেম গেল মুছে।
যেই তুমি তাকালেনা ফিরে।