একটা সময় ছিল যখন তোমার কথা ভাবতাম।
দিনে অন্তত একবার দেখা না হলে ভারি মনখারাপ হত।
তোমায় ছুঁয়ে দেখতাম তুমি কেমন আছো।
তুমি প্রত্যাখ্যান করোনি। কিন্তু কোমল স্পর্শ তোমায় প্রিয় নয়।
তুমি পাথুরে প্রেম ভালোবাসো।
বৃষ্টিতে তোমার মনখারাপ হয়।
আজ আর তোমায় নিয়ে ভাবিনা।
এতদিনে তোমায় বুঝতে পেরেছি আর ভয় নেই।
আজ যে কুড়ি ধরেছে অ্যাডেনিয়াম গাছটায়।