বিপন্নতা আশ্রয় খোঁজে বুকে
বিনিদ্র রাতে গল্পেরা কান পাতে।
কত দুঃখের উপন্যাস পড়া শেষে
কান্না যত ঝর্না হয়ে নামবে গিরিখাতে।
বিদ্রূপ করে অভাবের রঙতুলি
কালো, শুধু কালো রঙ দেয় ভরে।
তোমার আঁচলে রঙিন নক্সা আঁকা
আমার সবুজ পাতা গেছে সব ঝরে।
মিছিলে হেঁটে ক্লান্ত হয়েছে পা
আদুরে বালিশ ভিজেছে নোনতা ঘামে।
তোমার ওষ্ঠ রাঙিয়েছ লাল রঙে
মনখারাপি কবিতাগুলো আবদ্ধ নীলখামে।
স্তব্ধ হয়েছে গীটারের গুঞ্জন
পিছুটান শুধু বাঁচতে থাকার গান।
কবিতারা আজও মরেনি এটাই সুখ
জীবনের শূন্য মাঠে লেগে থাক শিশিরের ঘ্রাণ।