আধো আধখানা তোমার প্রতিচ্ছবি
আর কিছু দায়সারা প্রতিউত্তর
মাঝে মাঝে জেগে ওঠে ধোঁয়াটে আয়নায়।
ধুলো জমে জমে না বলা কথা গুলো
হারিয়ে গেছে ভুবন ডাঙার মেঠো পথে,
ঘুরে ফেরে বাউন্ডুলে বাউলের মত।
তোমার ছোঁয়া পাবে বলে যত্নে রাখা কিছু
ব্যাথা কালি হয়ে ঝরে গেছে আনকোরা
ডায়েরির পাতায়।
তোমার দৃষ্টি আমায় খোঁজে না, চেয়ে থাকে
অলীক স্বপ্নের পথে। তবু তোমাকে নিয়ে আমার
কবিতা ছুঁতে চায় তোমার হৃদয়।